প্রকাশিত: Sat, May 18, 2024 10:38 AM
আপডেট: Mon, Jan 26, 2026 3:37 AM

[১]গাজায় ২৪ ঘন্টার ইসরায়েলি হামলায় নিহত ৩১, আহত ৫৬

ইমরুল শাহেদ: [২] ফিলিস্তিন ক্রোনিকল জানিয়েছে, গাজার চারটি এলাকায় ইসরায়েলি বাহিনী হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটেছে। উল্লেখ করার বিষয় হলো, হামাস ও ইসরায়েলের যুদ্ধ ২২৪ দিনে গড়িয়েছে। প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছেন, গাজা উপত্যকার সর্বত্রই হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। একইসঙ্গে তারা ব্যাপক প্রতিরোধের মুখেও পড়ছে।

[৩] আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলি হামলায় জাবালিয়ায় নিহত হয়েছে ৬ জন বেসামরিক। উত্তর গাজার বাসিন্দারা পানি ও খাবার পাচ্ছেন না গত এক সপ্তাহ থেকে। এ সময়ে সংঘর্ষে হামাস ও ইসরায়েল - দু’পক্ষের মধ্যে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। 

[৪] ইসরায়েল দক্ষিণ রাফায় আরো সেনা মোতায়েনের পরিকল্পনা করছে। যুদ্ধবিধ্বস্ত এই শহর এলাকায় হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। 

[৫] দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে রাফাহ অভিযান বন্ধের আদেশ চেয়ে আবেদন করেছে এবং বলা হয়েছে দক্ষিণ গাজার এই শহরে অভিযান অবশ্যই বন্ধ করতে হবে। রাফাহয় ইসরায়েলি হামলার আশঙ্কায় এ পর্যন্ত ছয় লাখ ফিলিস্তিনি শহরটি ত্যাগ করেছেন। গত সপ্তাহে এর সঙ্গে যুক্ত হয়েছে আরো এক লাখ। তারা সরে গেছেন উত্তর গাজায়। 

[৬] জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, রাফাহ অভিযান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আরব লীগের বৈঠকে তিনি বলেন, ‘গাজার ফিলিস্তিনিদের জন্য হৃদয় ভেঙে যাচ্ছে’ এবং এই যুদ্ধ এমন একটি ‘ক্ষত’ যা সমগ্র অঞ্চলকে প্রভাবিত করতে পারে। 

[৭] তিনি বলেন, ‘গতি এবং মাত্রায় মহাসচিব হিসেবে আমার মেয়াদকালে সবচেয়ে মারাত্মক সংঘাত - বেসামরিক নাগরিক, সাহায্য কর্মী, সাংবাদিক এবং আমাদের নিজস্ব জাতিসংঘ সহকর্মীদের জন্য’। সম্পাদনা: এম খান